শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উপুল থারাঙ্গা

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৭:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৭:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৫৫৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উপুল থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টুইটারে নিজের অবসরের ঘোষণা জানান তিনি। সর্বশেষ ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেন থারাঙ্গা। 

টুইটারে নিজের অবসরের বিবৃতিতে উপুল থারাঙ্গা বলেন, ১৫ বছর জাতীয় দলে নিজের সর্বোচ্চটা দিয়েছি। এখন মনে হচ্ছে অবসর নিয়ে নিজের জন্য কিছু সময় বের করা উচিত। 

২০০৫ সালে ভারতের বিপক্ষে আহেমেদাবাদ টেস্ট দিয়ে উপুল থারাঙ্গার আন্তর্জাতিক পথচলা শুরু। শ্রীলঙ্কার হয়ে ৩১টি টেস্ট খেলে ২১.৮৯ গড়ে ১৭৫৪ রান করেন তিনি। একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ২০১৭ সালে। 

টেস্টে অতটা সফল না হলেও ওয়ানডেতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল অনেক ঝলমলে। এই ফরম্যাটে ২৩৫ ম্যাচে ৩৩.৭৪ গড়ে ৬৯৫১ রান করেন থারাঙ্গা। ৩৭ অর্ধশতক ও ১৫ শতকে আসে তার রানগুলো। ওয়ানডে থারাঙ্গার অভিষেক হয় ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  

এছাড়া ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন থারাঙ্গা। ম্যাচগুলোতে তার ব্যাট থেকে আসে ৪০৭ রান্। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank