শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিচ নিয়ে বিতর্ক: পাত্তাই দিচ্ছেন না বেন স্টোকস

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৩:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২১

৩৬৫

পিচ নিয়ে বিতর্ক: পাত্তাই দিচ্ছেন না বেন স্টোকস

২৪ ফেব্রুয়ারি মোতেরা স্টেডিয়ামে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।
২৪ ফেব্রুয়ারি মোতেরা স্টেডিয়ামে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে যখন ক্রিকেট পাড়ায় শোরগোল তখন বিষয়টিকে পাত্তায় দিচ্ছেন না বেন স্টোকস। তৃতীয় টেস্টের আগে এই ইংলিশ অলরাউন্ডার বলেন, পিচ নিয়ে চিন্তা না করে যে কোন পরিস্থিতিতে খেলার মানসিকতা থাকতে হবে একজন টেস্ট ক্রিকেটারের। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভারত-ইংল্যান্ডে ডে নাইটে টেস্ট দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন মোতেরা স্টেডিয়ামের। এর আগেও এখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে তবে তখন এত বড় ছিল না স্টেডিয়ামটি। নতুন করে সংস্করণের পর এটাই হবে প্রথম ম্যাচ। 

নতুন পিচ হওয়ায় কেমন আচরণ করবে তা নিয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছেন না। তবে বিশ্বসেরা ক্রিকেটাররা যে কোন পরিস্থিতিতেই ভালো করবেন বলে বিশ্বাস বেন স্টোকসের। 

দ্য মিররে লেখা নিজের প্রতিবেদনে বিশ্বকাপজয়ী বেন স্টোকস লেখেন, একজন টেস্ট ব্যাটসম্যানকে যে কোন পরিস্থিতি সামলে নেয়ার যোগ্যতা থাকতে হবে। ভারত এমন জায়গা যেখানে খুব কম বিদেশি ব্যাটসম্যানই সফল হয়েছে। আবার ইংল্যান্ডের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এখানে সুইং আর বাউন্সে অনেক ব্যাটসম্যান সমস্যায় পড়েছে। এটা খেলারই একটি অংশ। আর এ জন্যই ক্রিকেটকে এত ভালোবাসি।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank