শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ. আফ্রিকার পাকিস্তান সফরের প্রশংসায় ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক

১৩:১৫, ২৭ জানুয়ারি ২০২১

৪৫২

দ. আফ্রিকার পাকিস্তান সফরের প্রশংসায় ভিলিয়ার্স

সাবেক দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স পাকিস্তান সফরে যাওয়ায় দলের প্রশংসা করেছেন। দুই দলের জমজমাট লড়াই উপভোগ করছেন জানিয়ে একটি টুইট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এবি জানান, ক্রিকেটীয় চ্যালেঞ্জের জন্য পাকিস্তান একটি বিশেষ জায়গা। আমার সবুজ দলকে শুভকামনা। ২০০৯ সালে শ্রীলংকা দলের উপর সন্ত্রাসী হামলার পর প্রায় ১১ বছর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট গড়ায়নি। তাই দেশটিতে যেকোনো দলের সফর আলাদা চ্যালেঞ্জ তৈরি করে।

এর আগে ২০০৭ সালে প্রায় ১৪ বছর আগে পাকিস্তান সফর করেছিলো প্রোটিয়ারা। ওই সফরের ডি ভিলিয়ার্সের ব্যাটিং নৈপুণ্য অনুসরণ করছেন বলে জানিয়ে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। জবাবে এ টুইট করলেন প্রোটিয়া সেনসেশন।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া করাচি টেস্টে প্রোটিয়াদের ১ম ইনিংসে সংগ্রহ ২২০ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে পাক বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চ ব্রেকের আগে ৪ উইকেটে ১০৪ রান সংগ্রহ করেছে বাবর আজমের দল।

সিরিজের দ্বিতীয় টেস্ট ৪ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে। এছাড়া লাহোরে তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank