শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৮:২০, ১৮ জানুয়ারি ২০২৩

৩৩৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ নারী দল। এরপর দ্বিতীয় ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে পাহাড়সম রান দিয়ে  টানা দ্বিতীয় জয় তুলে নেয় টাইগ্রেসরা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের বন্দরে পোঁছে যায় টাইগ্রেসরা।

ইউএসের মেয়েদের জন্য আজ ছিল নিয়মরক্ষার ম্যাচ। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে গীতিকা কুদালির দল। ইনিংসের শুরুতেই ওপেনার লাসিয়া মুল্লাপুদির উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে ছন্দপতন না হলেও রানের চাকা তেমব সচল রাখতে পারেনি স্নিগ্ধা পলরা। ধীর গতির ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র।

জবাবে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিতে বেশি সময় নেই নি বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও টাইগ্রেসদের লক্ষ্য তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি।
 
মিডেল অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮তম ওভারেই ৫ উইকেটে জয়ের বন্দরে পোঁছে যায় বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূরণ করলো দিশা বিশ্বাসের দল।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank