বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিপিএলের প্রাইজমানি বাড়ছে 

স্পোর্টস ডেস্ক

১৯:২৪, ১ জানুয়ারি ২০২৩

৩৪৪

বিপিএলের প্রাইজমানি বাড়ছে 

নতুন বছরের ৬ জানুয়ারি পর্দা ওঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন বিপিএলে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। গত আসরের চেয়ে এবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পাবে দ্বিগুণ অর্থ। আসন্ন বিপিএল নিয়ে আলাপকালে গণমাধ্যমে এমটি জানিয়েছেন বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে মল্লিক বলেন, ‘চ্যাম্পিয়ন দলের জন্য আমরা ২ কোটি টাকা রেখেছি, রানার্স আপ দলের জন্য ১ কোটি টাকা। এইভাবে করে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে টোটাল। 

তিনি আরও বলেন, ‘ম্যান অব দ্য সিরিজের জন্য ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। বেস্ট বোলার বা বেস্ট ব্যাটারকে একটা ভালো অ্যামাউন্ট দেওয়ার চিন্তাও রয়েছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank