মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ২ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৫৭ রানে অলআউট আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৩:৩৭, ২৬ অক্টোবর ২০২২

৩৩২

১৫৭ রানে অলআউট আয়ারল্যান্ড

বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। মেলবোর্নে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষনের জন্য বন্ধ থাকলে পুরো ম্যাচই মাঠে গড়িয়েছে। আইরিশ ব্যাটাররা উড়ন্ত সূচনা করলেও শেষ দিকে ইংলিশ বোলারদের তোপে ১৫৭ রানেই গুটিয়ে যায় অ্যান্ড্রু বালবার্নির দল।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাঁধার মুখে পড়ে আইরিশ ইনিংস। বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর আবারও ব্যাট-বলের লড়াই শুরু হয়। পুনরায় মাঠে নেমে শুরতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। তৃতীয় ওভারে ওপেনার পল স্টার্লিং ৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেট জুটিতেই যেন বিধ্বংসী হয়ে উঠে আয়ারল্যান্ড।

লরকান টাকার ও অধিনায়ক বালবার্নির ৮২ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় আয়ারল্যান্ড। ১২তম ওভারে দলীয় ১০৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। শেষ পর্যন্ত ইনিংসের আরো ৪ বল বাকি থাকতেই ১৫৭ রানে গুটিয়ে যায় স্টার্লিংরা।

আইরিশদের হয়ে ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন বালবার্নি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank