শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইসিসির সদস্যপদ পেল নতুন ৩টি দেশ

স্পোর্টস ডেস্ক

২১:৪২, ২৭ জুলাই ২০২২

আপডেট: ২১:৪৩, ২৭ জুলাই ২০২২

৫১৯

আইসিসির সদস্যপদ পেল নতুন ৩টি দেশ

নতুন করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ পেল আরও ৩টি দেশ।

এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে আইসিসি। গতরাতে বার্মিংহামে নিজেদের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেল যথাক্রমে- কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভরি কোস্ট।

নতুন করে তিনটি দেশ সদস্যপদ পাওয়ায় আইসিসির মোট সদস্য সংখ্যা এখন ১০৮টি। এরমধ্যে পূর্ণ সদস্য ১২টি। আর সহযোগী সদস্য ৯৬টি। 
পূর্ণ সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আগে আইসিসির সদস্য ছিল ১০৫টি দেশ। 

আইসিসির সদস্যপদ পেতে আবেদন করেছিলো ইউক্রেন। তাতে এখনও সাড়া দেয়নি আইসিসি। 

এদিকে, ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিলো আইসিসি। শর্ত পূরণ করতে না পারায় রাশিয়ার সদস্যপদ কেড়ে নিয়েছে আইসিসি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank