বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০:২২, ১৬ জুন ২০২২

৩৭৮

অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের শুরুতে ব্যাটিংয়ের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হারের পর অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়ে দেন মমিনুল হক। তাই নতুন অধিনায়ক সাকিব আল হাসানের অধীনে খেলতে নামবে বাংলাদেশ দল।

পবিত্র হজ পালন করতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই দারুণ ফর্মে থাকা ব্যাটার মুশফিকুর রহিম। এছাড়াও ইনজুরির কারণে খেলতে পারবেন না ব্যাটার ব্যাটার ইয়াসির আলি রাব্বি।

প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই খেলেছিলেন কাটার মাস্টার।

মুশফিক না থাকায় এই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল। মোস্তাফিজের পাশাপাশি পেসার হিসেবে আছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্যারিবিয়ানদের হয়ে প্রথমবারের মতো মাঠে নামছেন বাঁহাতি স্পিনার গুদাকেশ মতি। ৩৪ প্রথম শ্রেণির ম্যাচে ১১৭ উইকেট শিকার করেছেন তিনি।

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

উইন্ডিজ একাদশ: 

ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জারমাইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডি সিলভা (অধিনায়ক), রেইমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মতি, জেইডন সিলস।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank