শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: সাকিব পেছালেও এগিয়েছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

১৭:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২১

৩৮০

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: সাকিব পেছালেও এগিয়েছেন মোস্তাফিজ

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন টি-টোয়েন্টিনে ভালো পারফর্ম করতে না পারায় ১৬ রেটিং পয়েন্ট হারান সাকিব। 

আর তাতেই আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির কাছে শীর্ষস্থান হারাতে হয় সাকিবের। টাইগার তারকার বর্তমান রেটিং পয়েন্ট ২৭৫। 

শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র‌্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে বোলিং র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে দশ থেকে আট নম্বরে চলে এসেছেন ‘দ্য ফিজ’। বোলিং তালিকায় সাকিব আছেন নয়ে।

শেখ মেহেদি হাসানও বোলিংয়ে সেরা বিশে ঢুকে পড়েছেন। চার ধাপ এগিয়ে টাইগার অফস্পিনার এখন ২০তম অবস্থানে।

এদিকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যন্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank