শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে সাকিবদের বিরদ্ধে তদন্ত

স্পোর্টস ডেস্ক

১১:১২, ৬ জুন ২০২১

আপডেট: ১২:৫৯, ৬ জুন ২০২১

৬৫২

জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে সাকিবদের বিরদ্ধে তদন্ত

ক্রিকেটে দর্শক মাঠে ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। এ নিয়ে আগে বড় দুঃশ্চিন্তারও কিছু ছিল না । তবে এখন করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় ভাঙার বিষয় থাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনের ঘটনা নিয়ে তদন্ত করবে বিসিবি 

ঘটনা শুক্রবারের (৪ জুন)। সেদিন বিকেলে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে যান সাকিব আল হাসান। সাথে ছিলেন কয়েকজন নেট বোলার। তখনই মোবাইল নিয়ে ছবি তুলতে চলে আসেন এক দর্শক। পরে সামাজিক মাধ্যমে ঘটনা সামনে এলে নড়েচড়ে বসে বিবিসির ডিসিপ্লিনারি কমিটি সিসিডিএম। 

শনিবার (৫ জুন) রাতে এক বিবৃতির মাধ্যমে তদন্তের বিষয়টি জানানো হয়। সেখানে কারণ উল্লেখ না করেলেও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ  জানান,“এই ঘটনার কথা জানতে পেরে আমরা হতাশ। ”

“সিসিডিএম ও বিসিবি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে। দলগুলির ক্রিকেটার ও কর্মকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে সম্ভাব্য সেরা আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে আমরা বায়ো সিকিউরিটি বাবল গড়ে তোলার চেষ্টা করেছি।”

“ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।”  

 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank