শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার আর পারলেন না মুশফিক, টাইগারদের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক

১৯:৩৭, ২৮ মে ২০২১

৪৭০

এবার আর পারলেন না মুশফিক, টাইগারদের সামনে রানের পাহাড়

প্রথম দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। কিন্তু মি.  ডিপেন্ডেবল ডাকনারে স্বার্থকতা রেখে সবচেয়ে বড় ব্যাটিং ভরসা হয়ে উঠেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শেষ ওয়ানডেতে বড় রান আসেনি তার ব্যাট থেকে। বাংলাদেশেও পড়েছে পরাজয়ের শঙ্কায়। 

২৮ রানে তিন উইকেট হারানোর পর মোসাদ্দেক হোসেনকে নিয়ে রান এগিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহিম। ধীরে হলেও উইকেট সামলে নিয়েছিলেন দুজন। কিন্তু আজ তো আর মোটামুটি সংগ্রহ নিয়ে লড়াইয়ের ম্যাচ নয়, বরং সামনে ছিল রানের পাহাড়। আর রিকোয়ার রান রেট কমাতে গিয়েই সাজঘরে যান মুশফিক। 

২৪ তম ওভারে অফস্পিনার রামেশ মেন্ডিসের বলে সামনে এসে হাঁকাতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় লং অনে থাকা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে। আজ ৫৪ বলে ২৮ রানে থামে মি. ডিপেন্ডেবলের ইনিংস। 

মুশফিক সাজঘরে ফিরলেও এখনো অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। জাতীয় দলে খেলার শেষ সুযোগটি দারুণভাবেই কাজে লাগাচ্ছেন ময়মনসিংহের ছেলে। ৬৬ বলে তিন চার এক বাউন্ডারিতে ৪৯ রান করেছেন এই তরুণ। তাকে সঙ্গ দিচ্ছেন ময়মনসিংহের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। 

৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২২-৪। আর ১২০ বলে টাইগারদের দরকার ১৬৭ রান। টি-টোয়েন্ট জমানায় যা অসাধ্য নয়। ওভারপ্রতি সাড়ে আট করে আনার চেষ্টায় দুজন কতটা সফল হন সেটাই দেখার অপেক্ষা।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank