শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের যে অর্থনৈতিক মডেল অনুসরণ করছে নাইজেরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৫৮, ৭ মার্চ ২০২১

৫৬০

বাংলাদেশের যে অর্থনৈতিক মডেল অনুসরণ করছে নাইজেরিয়া

বাংলাদেশের রেমিট্যান্স প্রণোদনা মডেল অনুসরণ করছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।
বাংলাদেশের রেমিট্যান্স প্রণোদনা মডেল অনুসরণ করছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

সম্প্রতি নাইজেরিয়ার রেমিট্যান্স খাতকে সমৃদ্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (সিএনবি)। যে মডেলকে বাংলাদেশ থেকে ‘ধার করা’ বলে মন্তব্য করেছে নাইজেরিয়ার সংবাদমাধ্যম ‘নায়রামেট্রিক’।  

নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসে থাকা নাইজেরিয়ানরা দেশে টাকা পাঠানোর সময় যে ভোগান্তি পোহাতে হয় তা লাঘব করতে ‘ডলারের বিনিময়ে নায়রা (নাইজেরিয়ান মুদ্রা)’ প্রকল্প শুরু করা হচ্ছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, “কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পাওয়া প্রবাসীরা প্রতি ইউএস ডলারের বিনিময়ে প্রণোদনা হিসেবে পাবে ৫ নায়রা। আগামী ৮ মার্চ ২০২১ থেকে এই আইন কার্যকর হবে। আশা করা হচ্ছে এ প্রকল্পের ফলে বৈধ উপায়ে দেশে নায়রা পাঠানো আরও সহজতর হবে”।

বাংলাদেশ ২০১৯ সাল থেকে প্রবাসীদের জন্য একই ধরনের প্রণোদনা দিয়ে আসছে। বাংলাদেশে এই প্রণোদনা শুরুর সময় বলা হয়-প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ঝামলো কমাতে ও বৈধ উপায়ে রেমিট্যান্স আনার লক্ষ্যে ২ শতাংশ প্রণোদনার উদ্যোগ নেয়া হয়েছে”। 

যে অনুযায়ী বিদেশ থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা পাঠালে কোন যাচাই বাচাই ছাড়াই ২ শতাংশ প্রণোদনা পাচ্ছে দেশে থাকা আত্বীয়রা। করোনার কারণে সে অংক বাড়িয়ে এখন ৫ লাখ টাকা করা হয়েছে। 

‘নায়রামেট্রিক’ এ মডেলটি গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক রিজার্ভে কি ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে তার বিস্তারিত তুলে ধরা হয়। তবে দেশটির কালো বাজারে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বেশি নায়রা পাওয়ায় কিছুটা শঙ্কা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত