বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিশুদেরকে যেভাবে জানাতে হবে কী হচ্ছে ইউক্রেনে

সাতরং ডেস্ক

১৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২

৪৩৮

শিশুদেরকে যেভাবে জানাতে হবে কী হচ্ছে ইউক্রেনে

ইউক্রেনে আক্রমণ চালিয়েছে রাশিয়া, দুই দেশের সেনারাই রণক্ষেত্রে মুখোমুখি।

এ নিয়ে বিশ্বের সাধারণ মানুষজন কিছুটা হলেও দুশ্চিন্তায় ভুগছেন। বিশেষত তথাকথিত তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলছেন অনেকে।

বয়স্করা মূল ঘটনা সম্পর্কে কিছুটা ধারণা পেলেও শিশুদের জন্য পুরো বিষয়টি আরও রহস্যময় ও একইসাথে ভয় জাগানিয়া।

এ শিশুরা অনেক কিছুই নিজ থেকে বুঝতে পারে না, তারা বড়দের থেকে বুঝে নেয় সেসব বিষয়।

এ সময় 'বোমা হামলা', 'আক্রমণ', 'বিশ্বযুদ্ধ' ইত্যাদি শব্দগুলো নিয়মিত শুনতে পাচ্ছে শিশুরা। তাই তাদের আতঙ্কিত বোধ করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে।

মার্কিন সাইকোথেরাপিস্ট ও মেন্টর টানিয়া টেইলরের পরামর্শ, শিশুদেরকে সব তথ্য বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে।

তাদেরকে সহজ কথায় জানানোর চেষ্টা করতে হবে কী ঘটছে। তবে এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে বেশি তথ্যের কারণে তা নিয়ে ধন্দে পড়ে যেতে পারে তারা।

তাদেরকে কিছু ব্যাখ্যা করার আগে ভেবে দেখতে হবে আপনি পুরো ব্যাপারটিকে কীভাবে দেখছেন। নিজের চিন্তা পরিষ্কার করার পর শিশুদের বোঝানোর চেষ্টা করতে হবে।

আপনি নিজে ঠিক করবেন আপনার শিশুকে ঠিক কতটুকু জানানো প্রয়োজন। এটি নির্ভর করবে তার বয়স, বোঝার ক্ষমতা ইত্যাদির ওপর।

তাদেরকে সরাসরি কোনো বিষয় নিয়ে না বলে সামগ্রিকভাবে যুদ্ধ বলতে কী বোঝায় তা নিয়েও ধারণা দিতে পারেন।

তবে শিশুদের এ ব্যাপারে নিশ্চিত করে জানিয়ে দেওয়া ভালো যে, যদি তাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তা যেন সবসময় জিজ্ঞেস করে।

পুরো বিষয়টি নিয়ে কথা বলার সময় আপনার ভাষা, শব্দচয়ন ইত্যাদিও মাথায় রাখতে হবে।

সূত্র: মেট্রো ইউকে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank