শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঔপনিবেশিক আমলে লুট হওয়া মূর্তি ফেরত পেল নাইজেরিয়া

সাতরং ডেস্ক

১৭:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২২

৪৫৬

ঔপনিবেশিক আমলে লুট হওয়া মূর্তি ফেরত পেল নাইজেরিয়া

ঔপনিবেশিক আমলে লুট করা বেনিন ব্রোঞ্জ নামক দুইটি মূর্তি ফেরত পেয়েছে নাইজেরিয়া।

প্রায় ১২৫ বছর আগে ব্রিটিশ সৈন্যরা পশ্চিম আফ্রিকা থেকে এই মূর্তিগুলো চুরি করেছিল।

ফেরত পাওয়া ব্রোঞ্জের মূর্তিগুলোর একটি হচ্ছে মুরগির শাবকের এবং অন্যটি একজন রাজার মাথা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এই মূর্তিগুলো ফেরত পাওয়া উপলক্ষে নাইজেরিয়ার বেনিন শহরে ওবা প্রাসাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলোনিয়াল যুগের সময় অনেক মূল্যবান অ্যান্টিক জিনিসপত্র অবৈধভাবে দখল করার পর সেগুলো ইউরোপের ধনাঢ্য ব্যক্তিদের কালেকশনে চলে যায়।

এজন্য সাব-সাহারান অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পশ্চিমের বিভিন্ন জাদুঘরে দেখতে পাওয়া যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank