মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭৮ বার করোনা পরীক্ষায় প্রতিবারই পজিটিভ 

সাতরং ডেস্ক

১১:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২২

৫০৩

৭৮ বার করোনা পরীক্ষায় প্রতিবারই পজিটিভ 

লিউকেমিয়ায় আক্রান্ত মুজফফর (৫৬) ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। 

সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু। এরপর কেটেছে মাসের পর মাস। কয়েক দিন পর পর করেছেন করোনা পরীক্ষা। প্রতি বার এসেছে ‘পজিটিভ’।

সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজফফর যখন আক্রান্ত হন, তখন সেই নিয়ম ছিল না। ইতোমধ্যে দফায় দফায় নয় মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার।

এই রোগের কারণে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের মুজফফর কায়াসন। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank