বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানের চাকায় চড়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস! 

সাতরং ডেস্ক

১১:১৪, ২৪ জানুয়ারি ২০২২

৪৪৮

বিমানের চাকায় চড়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস! 

বেশি উচ্চতায় অনেক ঠান্ডা এবং কম অক্সিজেনের কারণে দীর্ঘ ফ্লাইটে চাকার খোপে চড়া লোকের পক্ষে বেঁচে থাকা খুবই অস্বাভাবিক ঘটনা। 

তবে নেদারল্যান্ডসের পুলিশ বলেছে, তারা দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে অবতরণ করা একটি বিমানের চাকার অংশে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় পেয়েছে। 

জোহানেসবার্গ থেকে আমস্টারডামের শিফল বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট সময় প্রায় ১১ ঘন্টা। কার্গো বিমানটি পথে কেনিয়ার নাইরোবিতে থেমেছিল বলে মনে করা হয়। 

রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানের সামনের চাকার অংশে ওই ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। লোকটির এখনো বেঁচে থাকা খুব লক্ষ্যণীয় ব্যাপার। ’ 

বিমানে মাল বহনকারী কম্পানি কার্গোলাক্সের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, চাকায় চড়া লোকটি কার্গোলাক্স ইতালিয়া পরিচালিত একটি ফ্লাইটে উঠেছিলেন। 

  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank