বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষের আয়ু পৌঁছাচ্ছে ১৩০ বছরে!

সাতরং ডেস্ক

১৬:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২১

৪৮৪

মানুষের আয়ু পৌঁছাচ্ছে ১৩০ বছরে!

বিশ্বের প্রবীণতম নারী ১১৮ বছরের কানে তানাকা
বিশ্বের প্রবীণতম নারী ১১৮ বছরের কানে তানাকা

চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রযাত্রার কারণে মানুষের আয়ু ক্রমাগত বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় মিলেছে অনেক বড় সুখবর।  বিজ্ঞানীরা দাবি করছেন, বিংশ শতাব্দীর শেষ নাগাদ মানুষের আয়ু ১৩০ বছরে উন্নীত হতে পারে। 

সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা বলছেন, মানুষের আয়ুর কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিবেশ দূষণের কারণে মানুষের জীবনের ঝুঁকি বেড়েছে ঠিকই, তবে আয়ুস্কালের তেমন পরিবর্তন হয়নি। 

গবেষকরা ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরেরও বেশি বয়সি এক হাজারের বেশি পুরুষ ও নারীসহ বিভিন্ন বয়সিদের গত ৬০ বছরের আয়ুস্কাল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রতিবেদনে ফরাসি নারী জেন কামেন্ঁতর ও জাপানের কানে তানাকারের বিষয় তুলে ধরা হয়।  জেন কামেন্ঁতর ১২২ বছর বয়সে ১৯৯৭ সালে মারা যান। আর কানে তানাকার ১১৮ বছর বয়সে এখনও সুস্থ আছেন।

বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩ বছরের কাছাকাছি। গবেষকরা অবশ্য এও বলছেন, ১৩০ বছর পর্যন্ত বা তারও বেশি বাঁচবেন ১০ লাখে একজন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank