শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রিটেনে তরুণ-তরুণীদের পাঁচজনে একজন পর্নকে পেশা হিসাবে নিতে চান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২১

৬৬২

ব্রিটেনে তরুণ-তরুণীদের পাঁচজনে একজন পর্নকে পেশা হিসাবে নিতে চান

ব্রিটেনের যুব সম্প্রদায়ের প্রতি পাঁচ জনের মধ্যে একজন পর্নকে পেশা হিসাবে বেছে নিতে চান। আর এর পেছনের প্রধান কারণ অর্থ।

সাভাম্তা কমরেস নামে একটি সংস্থার ‘দ্য নেকেড প্রজেক্ট’ নামে একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আর পর্ন পেশার প্রতি আগ্রহের কারণ, এই পেশায় যে পরিমাণ অর্থ উপার্জন করা যায় তা অন্য অনেক পেশার থেকে বেশি। মূলত টাকার জন্যই তাই এই পেশায় পা বাড়াচ্ছেন অনেকে। কিন্তু যুব সম্প্রদায়ের এই মনোভাবের বিরুদ্ধ মত পোষণ করছেন অভিভাবকরা।

সমীক্ষায় আরও উঠে এসেছে ব্রিটেনের ৫১ শতাংশ অভিভাবক এই চিন্তাধারার বিরুদ্ধে। ৩৪ শতাংশ মনে করেন পর্নোগ্রাফির ফলে সমাজের ক্ষতি হয়। তাই তাদের পরিবারের কেউ এই পেশায় যাক সেটা তারা চান না।

অন্যদিকে এক সময়ের এক বিখ্যাত পর্ন তারকা সংস্থাটিকে জানিয়েছেন, তিনি পর্ন জগতে কাজ করে অনেক টাকা উপার্জন করেছেন সত্য কিন্তু মানসিক শান্তি পাননি। পরে সেই জগত ছেড়ে তিনি পাদ্রির কাজ শুরু করেন।

কিন্তু যুব প্রজন্ম কি সে বিষয়ে আদৌ চিন্তিত? পর্ন জগতে কাজ করছেন এমন একজন স্কাই নিউজকে বলেছেন, এখানে আমি নিজের মালিক। আমি নিজের দাম ঠিক করি। তাছাড় আর পাঁচটা কাজের মতো আমাকে ঘড়ি ধরে কাজ করতে হয় না। 
আর এই বিষয়ে অভিভাবকদের কথাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank