শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেবিসিতে পাওয়া ২৫ লাখ রুপি কোথায় খরচ করবেন সৌরভ-শেবাগ?

সাতরং ডেস্ক

১২:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২১

৪১৯

কেবিসিতে পাওয়া ২৫ লাখ রুপি কোথায় খরচ করবেন সৌরভ-শেবাগ?

‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-য়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর) হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেবাগ। দুজনেই টিভি শো-য়ে ২৫ লক্ষ টাকা জিতলেন। অনুষ্ঠানে শেষে দুজনে জানিয়েছেন প্রাপ্ত অর্থ মহৎ কাজে ব্যয় করবেন। 

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজে ব্যয় করবেন ২৫ লক্ষ টাকা। বীরেন্দ্র শেবাগও ‘বীরেন্দ্র শেবাগ ফাউন্ডেশন’-এর মাধ্যমে প্রাপ্য অর্থ খরচ করবেন সামাজিক কাজে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সৌরভ-শেবাগ পর্ব একদম সুপারহিট। দুজনেই শোয়ে ভারতীয় ক্রিকেটের বহু অজানা তথ্য শেয়ার করলেন। যেগুলো আগে কখনও শোনা যায়নি প্রকাশ্যে। সৌরভ নিজেও দাদাগিরি শো সঞ্চালনা করেন। কেবিসি-তে গিয়েও সৌরভ কিছুক্ষণের জন্য হোস্টের ভূমিকায় অবতীর্ণ হলেন। স্বয়ং অমিতাভ বচ্চনকে স্বভাবসিদ্ধ ভূমিকায় একের পর এক প্রশ্ন করতে দেখা গেল মহারাজকে।

কেবিসি-তে সৌরভ এবং শেবাগ দুজনেই প্রথম ৭ প্রশ্নের ক্ষেত্রে কোনও লাইফলাইন ব্যবহার করেননি। তারপরেই দুজনের লাইফলাইনের প্রয়োজন হয়। ২৫ লক্ষ টাকার জেতার পরেই সব লাইফলাইন ফুরিয়ে যায় সৌরভ-শেবাগদের। দুজনের কাছেই প্রশ্ন রাখা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যাটসম্যানকে আউট করেছিলেন! তবে কেউই সঠিক উত্তর দিতে পারেননি।

সঠিক উত্তর হল ট্র্যাভিস ডাউনহিল। ২০০৯-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তারকাকেই আউট করেন ধোনি। সেই সময় ইতিমধ্যেই সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন। শেবাগ চোটের কারণে সেই টুর্নামেন্টে খেলতে পারেননি।

শো-য়ে সৌরভ, শেবাগ ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গও তোলেন। সৌরভ জানান, বায়ো বাবলের জীবন সত্যি বেশ কষ্টকর। মানসিক স্বাস্থ্যেও বেশ প্রভাব ফেলে বায়ো বাবল জীবন।

শেওয়াগের কাছে চ্যালেঞ্জ ছিল ইংরেজিতে নির্ভুল কথা বলা। তবে ইংরেজি শিখে সেই ভয় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। তবে শেবাগ জানালেন, মাতৃভাষায় তিনি গর্বের সঙ্গে কথা বলতে পছন্দ করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank