মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্ক্রিন কাঁপে রেডমি নোট১০ এর, শাওমি বলছে সংস্কার কাজ চলছে

সাই-টেক ডেস্ক

১৬:৫৬, ১০ এপ্রিল ২০২১

৬৩০

স্ক্রিন কাঁপে রেডমি নোট১০ এর, শাওমি বলছে সংস্কার কাজ চলছে

শাওমির সর্বশেষ স্মার্টফোন রেডমি নোট১০ এর স্ক্রিন কাঁপে এবং টাচেও সমস্যা হচ্ছে কিছু গ্রাহকের। এই কথা স্বীকার করে শাওমি জানিয়েছে মাত্র ০.০০১ শতাংশ গ্রাহক এই সমস্যার মুখোমুখি হয়েছে।

বাংলাদেশে রেডমি নোট ১০ সিরিজের মোট তিনটি সেট বাজারে আসে। সেগুলো হলো রেডমি নোট১০ প্রো, রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ও রেডমি নোট ১০। তারমধ্যে প্রথম দুটিতে স্ক্রিনটাচ স্পিড দেয়া হয় সর্বোচ্চ ১২০ হার্জ।

তবে বাজারে আসার পরই টাচস্ক্রিন সমস্যা ও স্ক্রিন কাঁপে বলে অভিযোগ জানায়। তিনটি মডেলেই এই সমস্যা দেখা দেয়।

 এ প্রসঙ্গে শাওমি থেকে জানানো হয়, আমরা গ্রাহকদের অভিযোগ সম্পর্কে অবগত। তবে খুব কম গ্রাহকই এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। তবে আমরা দ্রুত সমস্যা সমাধানের কাজ করছি। আমরা বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিতার দিয়ে দেখছি। গ্রাহকদের সমস্যার জন্য আমরা দুঃখিত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত