বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্ট্রেলিয়ান সংবাদভিত্তিক পেইজ ফিরিয়ে দিচ্ছে ফেসবুক

সাই-টেক ডেস্ক

১২:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৩:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৪৭৭

অস্ট্রেলিয়ান সংবাদভিত্তিক পেইজ ফিরিয়ে দিচ্ছে ফেসবুক

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেইজ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেইজ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেইজ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দেশটির নতুন আইনে সংবাদ প্রকাশে আয়ের অংশ নেয়ার নিয়ম করায় সবগুলো পেইজ বন্ধ করে দিয়েছিল ফেসবুক। 

অস্ট্রেলিয়ান অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ বলেন, খুব শিগগিরই সবগুলো পেইজ খুলে দেয়া হবে। এছাড়া মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিজের বিবৃতিতে তিনি আরও বলেন, এ সংক্রান্ত বিলটি সংসদে পাশ হবে। 

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমগুলো নিয়ে তারা বৈঠকে বসবে। 

এ আইনটি প্রস্তাবনার পরই চাপের মুখে পড়ে দেশটির সরকার। গুগল থেকে হুমকি দেয় হয় তাদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দেয়ার। ফেসবুক নিউজ পেইজই বন্ধ করে দেয়। তবে শেষ পর্যন্ত প্রাথমিক আলোচনায় আইন প্রসঙ্গে সম্মত হয়েছে উভয়পক্ষ।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত