শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাগজের তৈরি বোতলের ট্রায়াল করছে কোকা-কোলা

সাই-টেক ডেস্ক

১০:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

৫৫৬

কাগজের তৈরি বোতলের ট্রায়াল করছে কোকা-কোলা

পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনায় প্লাস্টিকের বোতল বন্ধ করতে চাইছে কোকা-কোলা। সে লক্ষ্যে কাগজের তৈরি বোতল বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। 

ডেনমার্কের কোম্পানি পেবোকো’র তৈরি এ বোতলে মূল স্তরে আছে শক্ত কাগজের প্রলেপ। আর ভিতরে খুবই পাতলা প্লাস্টিকের আস্তর। 

তবে কোকা-কোলার লক্ষ্য হলো শতভাগ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত বোতল তৈরি করা যা একই সাথে কার্বনেটেড পানীয়র গ্যাস ধরে রাখবে। কেননা কাগজের বোতলের কারণে এ পানীয়র স্বাদ নষ্ট হয়ে যাওয়া ঝুঁকি থাকে। 

ঝুঁকি থাকলেও কাগজের বোতল তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ কোকা-কোলা। ২০৩০ সালে মধ্যেই শূন্য বর্জ উৎপাদনের লক্ষে এগিয়ে যেতে চায় তারা। 

দাতব্য সংস্থা ‘ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক’ এর গতবছরের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ তৈরি করে কোকা-কোলা। তারপরেই পেপসি ও নেস্টলে অবস্থান। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত