শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের রাস্তায় চালকবিহীন গাড়ি

সাই-টেক ডেস্ক

১৮:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৮:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২১

৫৫৮

চীনের রাস্তায় চালকবিহীন গাড়ি

চীনের রাস্তায় চালকবিহীন গাড়ি নিয়ে আসছে অটোএক্স। চালকবিহীন এই রোবোট্যাক্সি ডাকলেই হাজির হবে সামনে। আপনাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে। ড্রাইভিং সিট থাকবে খালি।

অনেক পরীক্ষা-নিরিক্ষার পর প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অটোএক্স নিয়ে এসেছে চালকবিহীন এ পরিবহন সেবা। দেশটির শেনজেন রাজ্যে ইতোমধ্যে শুরু হয়েছে এর পাইলট কর্মসূচি। আগ্রহীরা সাইন আপ করে এ কর্মসূচিতে যোগ দিতে পারবেন। এরপর ক্রেডিট কার্ড ব্যবহারে মিলবে এ সেবা।

কিভাবে চালকবিহীন গাড়ি ট্র্যাফিক সিগন্যাল মেনে রাস্তায় চলে তা এক ডেমো ভিডিওতে দেখিয়েছে অটোএক্স। আশপাশের পরিবেশ বুঝতে গাড়িটি লাইডার, রেডার ও ব্লাইন্ড স্পট সেনসিং প্রযুক্তির সমন্বিত ব্যবহার করে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন, সাধারণ জনগনের ব্যাবহারযোগ্য চালকবিহীন রোবোট্যাক্সি বিশ্বে এখনও দুর্লভ। এ গাড়িগুলো রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে উন্নত প্রযুক্তি ও শক্তিশালী নীতিমালা সমন্বয়ের প্রয়োজন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত