শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮-৯ হাজারের ফোনে ৩ জিবি র‍্যাম ও শক্তিশালী ব্যাটারি

সাই-টেক ডেস্ক

১২:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

৬৬৪

৮-৯ হাজারের ফোনে ৩ জিবি র‍্যাম ও শক্তিশালী ব্যাটারি

বাজেট স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স স্বল্পমূল্যে দারুণ ফিচার নিয়ে বাজারে এনেছে স্মার্ট ৫। ফোনটি প্রথম নাইজেরিয়ায় লঞ্চ করা হয় গত বছরের আগস্টে। এতো অল্পমূল্যে ৩ জিবি র‍্যাম ও ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারীর ফোন বাজারে নেই বলে স্মার্ট ৫ হয়ে উঠেছে অন্যতম প্রতিদ্বন্দ্বী।

ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ভি শেপ নচ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ ক্লকস্পিডের অক্টা কোর প্রসেসর। ডুয়াল রেয়ার ক্যামেরার একটি ১৩ মেগাপিক্সেল ও অপরটি ২ মেগাপিক্সেল। সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ঝকঝকে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এবং ৩ জিবি র‍্যাম ও ৬৪জিবি রমের দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ভ্যারিয়েন্ট দুটির দামের পার্থক্য ১ হাজার টাকা। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে সাথে থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট লকের সুবিধা তো রয়েছেই।

বাংলাদেশের বাজারে ভ্যারিয়েন্ট দুটির অফিসিয়াল মূল্য যথাক্রমে ৮৫০০ টাকা ও ৯৫০০টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত