বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইফোনে আসছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সুবিধা

সাই-টেক ডেস্ক

১৮:০৪, ৩১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:০৬, ৩১ জানুয়ারি ২০২১

৫২৮

আইফোনে আসছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সুবিধা

স্যামসাং ও শাওমির মতো স্মার্টফোনগুলোতে কয়েক বছর ধরেই আছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট। এবার বাজার দখল করতে একই সুবিধা যোগ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও। অর্থাৎ মোবাইলে পাশে কিংবা পিছনে না রেখে স্ক্রিনেই থাকবে ফ্রিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। 

একই সাথে থাকবে ফেস আইডির সুবিধাও। এতদিন হোম বাটনে ফ্রিঙ্গারপ্রিন্ট বসাতো প্রতিষ্ঠানটি।

রবিবার (৩১ জানুয়ারি) ডব্লিউএসজে’র এক প্রতিবেদনে বলা হয়, দু‘টি সুবিধা যোগ করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে অ্যাপল। সবকিছু ঠিক থাকলে এবছর বাজারে আসতে চলা আইফোন ১২এস ও আইফোন ১৩ সিরিজের স্মার্টফোনগুলো এ সুবিধা পাবে গ্রাহকরা। 

২০১৭ সালে আইফোন এক্স প্রকাশের মধ্য দিয়ে হোম বাটনে ফ্রিঙ্গারপ্রিন্ট বন্ধ করে ফেস আইডি সুবিধা যোগ করে অ্যাপল। জানায়, এটাই সবচেয়ে নিরাপদ উপায়। আসন্ন মোবাইলগুলোতে দুটি ব্যবস্থা থাকলেও গ্রাহকরা চাইলে যে কোন একটি ব্যবহার করতে পারবে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত