শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:১৫, ৫ নভেম্বর ২০২২

৩৭৬

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

শুক্রবার টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্ক সমস্যাগ্রস্ত কোম্পানিটির নতুন মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাইয়ের এ উদ্যোগ নেয়া হলো।

টুইটারের আভ্যন্তরীণ ডকুমেন্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাত হাজার পাঁচশ’ কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। তাদেরকে জরুরি প্রয়োজনে অফিসের কম্পিউটারেও ঢুকতে দেয়া হচ্ছে না।

এর আগে কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, টুইটারকে একটি সঠিক পথে রাখার লক্ষে শুক্রবার থেকে বিশ্বব্যাপী কর্মশক্তি কমানোর প্রক্রিয়া শুরু হবে। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে যাতে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বার্তায় বলা হয়েছে, আপনি যদি কোন অফিসে থাকেন কিংবা অফিসের পথে থাকেন তাহলে দয়া করে বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চার হাজার ৪শ’ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর এর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘন্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি। এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১শ’ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।

শুক্রবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাইয়ের কোন বিকল্প নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বরখাস্ত হওয়া একজন কর্মী বলেন, ‘এটি খুবই অমানবিক। যে কোন মূল্যে অর্থ রক্ষার এটি একটি ভাড়াটে প্রচেষ্টা’।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত