শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কৃষ্ণ গহ্বরের ভেতরে এক অগ্নি ডোনাট, প্রথম ছবি

নিউজ ডেস্ক

২১:২২, ১২ মে ২০২২

আপডেট: ০১:১১, ১৩ মে ২০২২

৬০৮

কৃষ্ণ গহ্বরের ভেতরে এক অগ্নি ডোনাট, প্রথম ছবি

জ্যোতির্বিজ্ঞানীরা আজ ঘোষণা করেছেন যে, তারা এই প্রথম মহাকাশের সেই কালো আচ্ছাদন ছিন্ন করে কৃষ্ণগহ্বরের ভেতরটার একটি ছবি তুলতে সক্ষম হয়েছেন। আমাদের আকাশ ছায়াপথের কেন্দ্রবিন্দুতে থাকা আবছা কালো আচ্ছাদনটির ভেতরে এবার তারা দেখতে পেয়েছেন আরেক অতিকায় আকার। যার নাম মহাকাশ বিজ্ঞানীরা দিয়েছেন "দ্য জেন্টল জায়ান্ট"। যার মধ্যদিয়ে অনায়াসে এক সাথে ঢুকে যেতে পারবে চার মিলিয়ন সূর্য।

একটি লেপ্টে যাওয়া ডোনাটের মতে দেখতে এই ছবিটি স্পষ্ট করে তোলে এক অসীম শুণ্য মহাকাশকে যার ভেতরটা অন্ধকারে আচ্ছন্ন আর তাতে মৃত্যুর নিরবতা। 

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিসহ বিশ্বের বিভিন্ন স্থানে একযোগো ছয়টি পৃথক সংবাদ সম্মেলন ডেকে কৃষ্ণগহ্বরের ভেতরের এই ছবি প্রকাশ করা হয়। 

এর আগে ২০১৯ সালে মহাকাশ বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ গহ্ববের প্রথম ছবিটি তুলতে সক্ষম হয়। সেবার তারা তুলেছিলেন এম৮৭ এর কেন্দ্রের সেই অতিকায় গহ্বরের বাহ্যিক রূপ। নতুন ছবিটিও তুলেছে একই গবেষক দল। ছবিতে উঠে এলো আচ্ছাদনটির ভেতরের একটি রূপ যা জ্যোতির্মণ্ডলের হিংস্রতাই তুলে ধরে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত