বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গভীর মহাশূন্যে রহস্যময় ভয়ংকর বিস্ফোরণ

সাই-টেক ডেস্ক

১৯:১৮, ৫ মার্চ ২০২২

৪১৭

গভীর মহাশূন্যে রহস্যময় ভয়ংকর বিস্ফোরণ

জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের গভীরে ঘটা যেকোনো শক্তির বিস্ফোরণের খবর জানতে পারেন।

সম্প্রতি তারা পৃথিবী থেকে ১৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে একটি দানবাকৃতির বিস্ফোরণের ঘটনা টের পেয়েছেন।

এ বিস্ফোরণের ফলে নির্গত হয়েছে প্রচুর শক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বার্জারের ভাষায়, 'সেখানে (মহাশূন্যে) কিছু একটা ঘটছে।'

এ বিস্ফোরণের ঘটনা টের পেয়েছে নাসা'র চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এই স্পেইস শাটলটি মহাশুন্য থেকে নির্গত নিঃসরণ চিহ্নিত করে।

বার্জারের মতে, এটিই শেষ নয়, সামনে আরও নানা ঘটনা ঘটতে পারে মহাকাশে।

সূত্র: ম্যাশেবল

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত