বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করলো চীন

সাই-টেক ডেস্ক

২২:২৩, ১২ জানুয়ারি ২০২২

৫০৫

এবার ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করলো চীন

এবার ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করলো চীন
এবার ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করলো চীন

জিয়াংসু প্রদেশের একটি গবেষণাগারে ক্ষুদ্রাকৃতির (মিনিয়েচার) চাঁদ তৈরি করেছে চীন।

গবেষণাগারটির ভেতরে একটি ভ্যাকুয়াম চেম্বারে ৬০ সেন্টিমিটার ব্যাসার্ধের ওই কৃত্রিম চন্দ্রপৃষ্ঠ বানানো হয়েছে।

ওই পৃষ্ঠটি চাঁদের পৃষ্ঠের মতোই ধুলা ও পাথরের সমন্বয়ে তৈরি। এটিতে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সমান রাখা সম্ভব। এই 'মিনিয়েচার মুন' তৈরি করেছে চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজি-এর একদল বিজ্ঞানী।

এই কৃত্রিম ফ্যাসিলিটিটি ব্যবহার করে চাঁদের বিভিন্ন মিশন-এর সিমুলেশন কাজ চালাতে পারবেন দেশটির বিজ্ঞানীরা। ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে এই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এতটা কমানো সম্ভব যে চাইলে এখানে বাদাম থেকে শুরু করে ব্যাং পর্যন্ত ভাসানো যাবে।

এর ফলে এ ফ্যাসিলিটিতে যতক্ষণ ইচ্ছে ভরবিহীন পরিস্থিতি তৈরি করে রাখা যাবে। এটি ব্যবহার করে ভবিষ্যতে চন্দ্রাভিযানের প্রস্তুতি নেবে চীন।

এর আগে কৃত্রিম সূর্য তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল চীন। ওই সূর্য আসল সূর্যের চেয়ে পাঁচগুণ বেশি তাপ উৎপাদন করতে সক্ষম।

ম্যাশেবল সাউথইস্ট এশিয়া অবলম্বনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত