শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্রোম ব্রাউজার ব্যবহারে গুগলের সতর্কতা জারি

সাই-টেক ডেস্ক

১০:২০, ১১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫৩, ১১ জানুয়ারি ২০২২

৩৮৫

ক্রোম ব্রাউজার ব্যবহারে গুগলের সতর্কতা জারি

সাইবার হামলার আশঙ্কা থেকে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। আর সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্তও করা হয়েছে।

এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

ব্রাউজারটির নতুন সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তাই নিরাপদ থাকতে সংস্করণটি দ্রুত ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে গুগল।

যদিও নতুন সংস্করণটি নিয়ে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মিলছে না। সমস্যা সমাধানে ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করতে হয়।

গত বছর ক্রোম ব্রাউজারে ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল এটি। ফলে বেশ কয়েকবার সাইবার হামলার ঘটনাও ঘটেছে। তাই এমন সতর্কতা জারি করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত