শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের সেরা ৪০ মোবাইল সাংবাদিক-প্রশিক্ষকের তালিকায় দুই বাংলাদেশি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২১

৬৩৯

বিশ্বের সেরা ৪০ মোবাইল সাংবাদিক-প্রশিক্ষকের তালিকায় দুই বাংলাদেশি

বিশ্বের শীর্ষ ৪০ জন মোবাইল সাংবাদিক, প্রশিক্ষক ও কনটেন্ট নির্মাণকারীদের তালিকায় উঠে এসেছেন দুই বাংলাদেশি। তারা হলেন ড. কাবিল খান জামিল ও সাব্বির আহমেদ। 

জামিল খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্ট্যাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ও মোবাইল সাংবাদিকতা বিষয়ক বিশেষজ্ঞ। সাব্বির আহমেদ দেশের প্রথম মোবাইল ভিত্তিক নিউজ আউটলেট বাংলাদেশ টাইমসের লিড মোবাইল জার্নালিস্ট। 

গত ২ সেপ্টেম্বর যুক্তরাজ্যভিত্তিক জার্নালিজমডটসিওডটইউকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরা ৪০ জন মোবাইল সাংবাদিক, প্রশিক্ষক ও কনটেন্ট নির্মাতাদের তালিকা প্রকাশ করে। সেখানে বাংলাদেশের জামিল খান ও সাব্বির আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়।  

যুক্তরাজ্যের এই ওয়েবসাইটটি অনেক বছর ধরে মোবাইল সাংবাদিকতার ওপর বিশেষ প্রবন্ধ, সাক্ষাৎকার, দরকারি পরামর্শসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে নিয়মিত খবর-ফিচার প্রকাশ করে থাকে। ডিজিটাল সাংবাদিকতা শিখতে আগ্রহী এমন সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক একটি প্ল্যাটফর্ম।

ড. জামিল খান ও সাব্বির আহমেদ অনেক বছর ধরে মোবাইল সাংবাদিকতা চর্চা ও এর প্রচারের কাজে জড়িত আছেন।

উল্লেখ্য, সদ্য প্রকাশিত ‘স্যোশাল মোবাইল জার্নালিজম‘ ম্যানুয়ালের লেখক তারা দুজন। এটি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জন্য মোবাইল সাংবাদিকতার প্রথম ম্যানুয়াল-বই।

এছাড়া জামিল খান বাংলায় মোবাইল সাংবাদিকতার প্রথম পূর্নাঙ্গ বই 'মোবাইল জার্নালিজম: সময়ের সাংবাদিকতা' লিখেছিলেন। দেশে-বিদেশে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে তার খ্যাতি রয়েছে। 

আর সাব্বির আহমেদ এক দশক ধরে মোবাইল সাংবাদিকতায় যুক্ত আছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন দেশের প্রথম মোবাইল প্রযুক্তি নির্ভর অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের লিড মোবাইল জার্নালিস্ট হিসেবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত