অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিস ইউনিভার্সে প্রতিবাদের রাত, বিজয়ী মেক্সিকান আন্দ্রে মেজা

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৭ মে ২০২১ সোমবার   আপডেট: ০১:৫৪ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

মিস ইউনিভার্স প্রতিযোগিতার রাতে প্রতিবাদের ঝড় তুলেছেন সিঙ্গাপুর, মিয়ানমার ও উরুগুয়ের প্রতিযোগী। যেখানে উঠে এসেছে সামাজিক থেকে রাজনৈতিক ইস্যু। 

রবিবার (১৬ মে) ফ্লোরিডার অনুষ্ঠিত হয় এই বাৎসরিক প্রতিযোগিতার ৬৯ তম আসর। ‘জাতীয় পোশাক’ বিভাগে এসে প্রতিবাদ তুলে ধরেন এই তিন প্রতিযোগী। 

প্রথমে মিস ইউনিভার্স সিঙ্গাপুর বার্নাডেদেত্তে বেলে ওং দেশের জাতীয় পতাকার রঙের পোশাক পরে স্টেজে ওঠেন। যার পিছনে লেখা ছিল ‘স্টপ এশিয়ান হেইট’। 

তারপর রংধনুর সাত রঙের পোশাক পরে স্টেজে আসেন মিস ইউনিভার্স উরুগুয়ে, লোলা দে লস সান্তোস। তার পোশাকে ছিল দেশটির এলজিবিটিকিউ সোসাইটির জন্য। যেখানে লেখা ছিল ‘নো মোর হ্যাইট, ভায়োলেন্স, রিজেকশন, ডিসক্রিমিনেশন’। 

তবে নিজের পোশাকের মাধ্যমে প্রতিবাদ জানাননি মিস ইউনিভার্স মিয়ানমার থুজার উইন্ট লুইন। দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে আসেন তিনি। যেখানে লেখা ছিল ‘প্রে ফর মিয়ানমার’। 

এমন প্রতিবাদের রাতে অবশ্য আলো কেড়ে নিয়েছেন মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা। বিজয়ী হওয়ার পর নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লেখেন, এই জয় মেক্সিকানদের জন্য।  প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা আর সেকেন্ড রানার আপ হয়েছেন পেরু’র জেসিক ম্যাকেটা।