অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেটে ভাত নাই, গাড়ি চালাতে চাই, পরিবহণ শ্রমিকদের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৪ মে ২০২১ শুক্রবার   আপডেট: ১২:৪৭ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার

শ্রমিকদের দাবি, গাড়ি চালাতে চাই

শ্রমিকদের দাবি, গাড়ি চালাতে চাই

পেটে ভাত নাই, গাড়ি চালাতে চাই, এই স্লোগানে পাঁচ দফা দাবি নিয়ে ঈদের দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবহণ শ্রমিকরা। রাজধানীর মহাখালি বাস্টস্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রী পরিবহন ও স্বাভাবিক পণ্য পরিবহণ। ঈদের নামাজ শেষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। 

ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়। 

এছাড়াও সারাদেশে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকা মূল্যে ওএমএস এর চাল কেনার সুযোগ দাবি করেণ শ্রমিকরা।