অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৪ এএম, ১১ মে ২০২১ মঙ্গলবার   আপডেট: ১১:২৭ এএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলছে,কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংস্থাটির আশা, এই পদক্ষেপের ফলে আরও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৬০ মিলিয়ন মানুষ টিকা নিয়েছেন।

অভিভাবকদের আহ্বান জানিয়ে এফডিএ বিবৃতিতে বলেছে,আপনারা সন্তানদের ভ্যাকসিন দিন। প্রাপ্ত সব ডেটা বিশ্লেষণ করে আমরা এর নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়েছি।

বিবিসি জানিয়েছে,২ হাজার ২৬০ জন কিশোর-কিশোরীর ওপর ট্রায়াল দিয়ে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে এফডিএ। ট্রায়ালে যারা ভ্যাকসিন গ্রহণ করেন, তাদের কেউই করোনায় আক্রান্ত হননি। যারা নেননি, তাদের ১৮ জন রোগটিতে আক্রান্ত হন।

গত সপ্তাহে জো বাইডেন বলেন,৪ জুলাইয়ের ভেতর ৭০ শতাংশ মানুষকে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা তার।

ফাইজার আগেই জানিয়েছে, তাদের এই টিকা করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর।

মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে এই টিকা তৈরিতে কাজ করছে জার্মান প্রতিষ্ঠান ‘বায়োএনটেক’।