অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু কমে ৩৮, বেড়েছে শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ মে ২০২১ সোমবার   আপডেট: ০৪:৩৬ পিএম, ১০ মে ২০২১ সোমবার

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। 

রবিবার (৯ মে) এ সংখ্যা ছিল ৫৬ জন ও শনিবার (৮ মে) ছিল ৪৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১১ হাজার ৯৭২ জন। 

** ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা পেরুলো অর্ধশত

২৪ ঘণ্টায় মৃত্যু : ৩৮
মোট মৃত্যু: ১১ হাজার ৯৭২
শনাক্ত : ১ হাজার ৫১৪
মোট শনাক্ত : ৭ লাখ ৭৫ হাজার ২৭
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৬ হাজার ৮৪৮
শনাক্তের হার ৮.৯ শতাংশ

মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮.৯ শতাংশ। 

রবিবার শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৬ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনের।