অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেপালের সঙ্গে বিমান চলাচল বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ৯ মে ২০২১ রোববার   আপডেট: ০২:৪৯ পিএম, ৯ মে ২০২১ রোববার

ভারতের ডাবল ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে নেপালে। সেখানেও এখন শুরু হয়েছে করোনার প্রকোপ। এমন অবস্থায় কাঠমুন্ডুর সঙ্গে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রবিবার (৯ মে) বেবিচক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, নেপালে বর্তমানে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক ২০ জনের করোনা ধরা পড়ছে। মাত্র দুই সপ্তাহ আগে ভারতেও একই পরিস্থিতি ছিল।
গত সপ্তাহান্তে নেপালে করোনা টেস্টের ৪৪ শতাংশ ফলাফল পজিটিভ এসেছে। সেখানে দ্রুত গভীর সংকট তৈরি হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট।

নেপালে রেড ক্রসের প্রধান ড. নেত্র প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেছেন, ভারতে বর্তমানে যা হচ্ছে তা হলো নেপালের ভবিষ্যৎ। আমরা যদি এই করোনার স্রোত থামাতে না পারি, তাহলে আরও অনেক প্রাণ যাবে।

অন্যদিকে  একই কারণে সাত প্রতিবেশি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে মালদ্বীপ।