অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাবুলে বালিকা স্কুলের কাছে বোমা হামলায় নিহত অন্তত ৫০

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ৯ মে ২০২১ রোববার  

আফগানিস্তানের কাবুলে একটি বালিকা মাধ্যমিক স্কুলের পাশে গাড়ি বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন। 

শনিবার (৮ মে) শিক্ষার্থীরা স্কুল থেকে বের হওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানের রাস্তায় শিক্ষার্থীদের ব্যগ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। 
 
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হতাহতদের বেশিরভাগই স্কুল পড়ুয়া কিশোরী।  দাশত-এ-বারচির এই হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এদিকে সরকারের পক্ষ থেকে তালিবানকে দায়ী করা হলেও তা অস্বীকার করা হয়েছে। 

কাবুলের পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে সংখ্যালঘু হাজারা কমিউনিটির বসবাস। যারা মূলত মঙ্গোলিয়ান এবং শিয়া। এর আগেও এই এলাকায় এক হাসপাতালের বাইরে বোমা বিষ্ফোরণে ২৪ জন নারী ও শিশু নিহত হন।