অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরব সাগরে ইয়েমেনগামী অস্ত্র বোঝাই জাহাজ জব্দ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:২০ পিএম, ৯ মে ২০২১ রোববার   আপডেট: ১২:২৬ পিএম, ৯ মে ২০২১ রোববার

রবিবার (৯ মে) আরব সাগরে অস্ত্র বোঝাই একটি জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। সংস্থাটি থেকে বলা হয়েছে, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্রের চালানটি জাহাজে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

মার্কিন নৌবাহিনী জানায়, তারা বৃহস্পতিবার (৬ মে) থেকে মধ্যযুগীয় নৌযানটি লক্ষ্য রাখতে শুরু করে। পরে অস্ত্রের বিষয়টি নিশ্চত হলে তা জব্দ করা হয়। জাহাজটি কো জায়গা থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জব্দকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে চীনের তৈরি কালাশনিকভ স্টাইলের অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ভারী মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেড লঞ্চার।

২০১৫ সাল থেকে ইয়েমেন দখলের জন্য সৌদির নেতৃত্বে একটি যৌথবাহিনীর করে লড়াই করে যাচ্ছে ইরানের সমর্থন পাওয়া হাউথি যোদ্ধারা। এতদিন বন্দরের দুর্বল ব্যবস্থাপনার কারণে ইয়েমেনে ছোট ছোট অস্ত্র চালান হয়েছে। তবে এটাই বড় অস্ত্রের প্রথম চালান বলে ধারণা করা হচ্ছে।