অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞায় বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:২৫ এএম, ৯ মে ২০২১ রোববার  

করোনার ডাবল ভ্যারিয়েন্টে ভারতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তা ছড়িয়ে পড়ায় নেপালও গুরুতর অবস্থার দিকে যাচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ এশিয়ার সাত দেশে কর্মী ও ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। 

এই তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ও ভুটান।

শনিবার (৮ মে) মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানায়। তারা বলছে, রোববার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ভ্রমণ নয় ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্বব্যাপী করোনা প্রকোপ হানলেও শুরু থেকেই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে এই ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে মালদ্বীপ। ইতোমধ্যে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে। 

মালদ্বীপে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৮৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৯২ জন।