অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার শনাক্ত, টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৪০ এএম, ৭ মে ২০২১ শুক্রবার   আপডেট: ১১:৪১ এএম, ৭ মে ২০২১ শুক্রবার

করোনার লাগাম টানতে টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে

করোনার লাগাম টানতে টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে

ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে রেকর্ড দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুও চার হাজার ছুঁইছুঁই। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে।

বিবিসি বলছে, বিশ্বে বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্র ভারত। ভারতে সংক্রমণের বিস্ফোরণের  জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। এ ছাড়া সংক্রমণ এই পর্যায়ে পৌঁছুনোর জন্য নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হচ্ছে।

এনডিটিভির তালিকা অনুসারে, ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার পরিস্থিতিও উদ্বেগজনক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৭ মে) জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন যা একদিনে আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখের গণ্ডি পার করেছে। আর ৪ লাখ সংক্রমণের নজির বিশ্বে কেবল ভারতেরই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে।

         একনজরে করোনা পরিস্থিতি

  • ২৪ ঘন্টায় মৃত্যু: ৩ হাজার ৯১৫
  • মোট মৃত্যু: ২ লাখ ৩৪ হাজার ৮৩
  • ২৪ ঘন্টায় সংক্রমণ: ৪ লাখ ১৪ হাজার ১৮৮
  • মোট সংক্রমণ: ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮

করোনার লাগাম টানতে টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে। গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৫৯ হাজার ৭১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে ১৬ কোটি ৪৯ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে টিকাদানের গতি যে যথেষ্টই কম তা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়।