অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনন্দনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মমতার ধন্যবাদ 

ঢাকা-পশ্চিমবঙ্গের সম্পর্ক আগামীতে আরও জোরদারের আশাবাদ মমতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৮ এএম, ৭ মে ২০২১ শুক্রবার   আপডেট: ১১:১৯ এএম, ৭ মে ২০২১ শুক্রবার

অভিনন্দনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মমতার ধন্যবাদ 

অভিনন্দনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মমতার ধন্যবাদ 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক এক ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে, ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নির্বাচনে বিশাল জয় পাওয়ায় অভিনন্দনপত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে মমতা এ কথা বলেছেন। জানিয়েছেন কৃতজ্ঞতাও। 

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা ব্যানার্জি বলেন, 'আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।'

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ায় গত ৫ মে এক চিঠিতে তাকে আন্তরিক অভিনন্দন  জানান ড. মোমেন।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মোট ২১৩টি আসন পেয়েছে। ২০১৬ সালের নির্বাচন থেকে এবার আসন বেড়েছে দুটি। বেড়েছে ভোট পাওয়ার হারও।

এবার তৃণমূল প্রায় ৪৮ শতাংশ (৪৭.৯৪%) ভোট পেয়েছে, যা তারা অতীতে কখনো পায়নি। বস্তুত ১৯৭২ সালের পর গত ৫০ বছরে এককভাবে কোনো দল পশ্চিমবঙ্গে এত বেশি ভোট পায়নি।