অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার আসছে স্পুটনিকের এক ডোজের টিকা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮ এএম, ৭ মে ২০২১ শুক্রবার   আপডেট: ১১:১৩ এএম, ৭ মে ২০২১ শুক্রবার

রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত

রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত

স্পুটনিক-ভি’র এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এক ডোজের টিকার অনুমোদনও দেওয়া হয়েছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্পুটনিক-ভি টিকার দুটি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ।

রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক-ভি অনুমোদন দেয়নি।

আরডিআইএফ ওই বিবৃতিতে বলেছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুৎনিকের এক ডোজ টিকা অনুমোদন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত গোটা বিশ্বে প্রায় দুটি কোটি মানুষ স্পুটনিক-ভি’র প্রথম ডোজ টিকা নিয়েছেন।

আগাম টাকা নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ স্পুটনিক-ভি টিকার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি সিনোফার্মের টিকার জন্যও চীনের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ।