অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রমজানে বাংলাদেশে ৫০ টন খাবার পাঠিয়েছে আরব আমিরাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৬ এএম, ৭ মে ২০২১ শুক্রবার  

আরব আমিরাত থেকে এসেছে রমজানের খাদ্যসামগ্রী

আরব আমিরাত থেকে এসেছে রমজানের খাদ্যসামগ্রী

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে প্লেনে বোঝাই করে ৫০ টন খাদ্যসামগ্রী এসেছে বাংলাদেশে। পবিত্র রমজান উপলক্ষে এই খাদ্য পাঠানো হয়েছে। 

ঢাকায় আরব আমিরাত দূতাবাসের চার্জ ডি' অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলি হামুদি বলেছেন, "বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। যে সম্পর্ক বন্ধুত্বের ও বিভিন্ন ক্ষেত্র পারষ্পরিক সহযোগিতার। তারই অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী এসেছে।"

বৃহস্পতিবার (৬ মে) একটি বিশেষ উড়োজাহাজ বোঝাই করে বাংলাদেশে যে খাবার পাঠানো হয়েছে তা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব ও কোভিড-১৯ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবেই এসেছে। বিশেষ করে রমজান মাস উপলক্ষ্যে পাঠানো হয়েছে এইসব খাবার, জানা আবদুল্লাহ আলি হামুদি। 

এর আগে ২০২০ সালের এপ্রিলে আমিরাত থেকে ৭ টন চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পাঠায় আরব আমিরাত। কোভিড-১৯ বিস্তার রোধে সেসব প্রয়োজনীয় সামগ্রী এসেছিলো। ৭০০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ চিকিৎসা সেবা দিতে আমিরাতের পাঠানো সেসব সামগ্রী ব্যবহার করেন।