অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তিন ধাপ এগোলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার  

শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি না পেলেও দারুণ ফর্মে ছিলেন তামিম ইকবাল। দুই টেস্টে ৯৩ গড়ে করেছেন ২৮০ রান। তারমধ্যে ছিল ৯০, ৭৪*, ৯২ ও ২৪ রানের ইনিংস। এমন সাফল্যে উন্নতি হয়েছে তার টেস্ট র‌্যাঙ্কিংয়ে। 

প্রথম টেস্টের পর আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তামিম দুই ধাপ এগিয়ে এসেছিলেন ৩০ নম্বরে। আর দ্বিতীয় টেস্ট পর তিন ধাপ এগিয়ে উঠে আসলেন ২৭ নম্বরে। তামিমের বর্তমান রেটিং ৬১১। 

তামিম ইকবাল ছাড়ায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুলের। দুই ইনিংসে ৪০ রান করে মুশফিক এক ধাপ এগিয়ে আছেন ২১তম স্থানে। আর ৪৯ ও ৩২ রান করে মুমিনুল হকও একধাপ এগিয়ে আছেন ৩০ নম্বরে। 

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম উপরে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বাঁ-হাতি এই স্পিনার ২৫ থেকে ২৩ নম্বরে উঠে এসেছেন। অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেট পেয়েছেন প্রাভিন জয়াবিক্রমা। ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড। দ্বিতীয় টেস্টে শ্রীলংকার জয়ের নায়ক তরুণ এই বাঁ-হাতি স্পিনার ঢুকেছেন র‌্যাঙ্কিংয়ে, আছেন ৪৮তম স্থানে।