অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা টিকার মেধাস্বত্ব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সায়

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:০০ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:০১ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

কোভিড-১৯ ভ্যাকসিনের মেধাস্বত্ব প্রত্যাহারের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রস্তাবে সায় জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত সময়ে বিশ্বের সবার কাছে ভ্যাকসিন পৌঁছাতে এই প্রস্তাব দিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই জানান, একটি দুর্লভ সময়ে দুর্লভ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে প্রস্তাবটি বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান। 

গত ছয় মাস ধরে ৬০ দেশ ভ্যাকসিনের মেধাস্বত্ব তথা পেটেন্ট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলো। তারমধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে দক্ষিণ আফ্রিকা৷ 

তবে ডোনাল্ড  ট্রাম্প প্রশাসন থেকে এর বিরোধিতা করা হয় বারবার। এছাড়া এর বিরোধিতা করে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। 

তবে ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন ভিন্ন পদক্ষেপ নিলেন। নিজের নির্বাচনী প্রচারে এ বিষয়ে সায় দিবেন বলে জানান এবং এখন সেটা করেছেন। 

এ বিষয়টিকে বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান তেদরেস ' ঐতিহাসিক মুহুর্ত' বলে ঘোষণা দিয়েছেন৷  যদি এই প্রস্তাব পাশ হয় তবে খুব কম সময়ে টিকা উৎপাদন করা সম্ভব হবে স্বল্প উন্নত দেশগুলোর তাড়াতাড়ি টিকা পাবে।