অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের সঙ্গে ভ্রমণে নিষেধাজ্ঞা মালয়েশিয়া, ফিলিপাইনের

প্রকাশিত: ১০:৪১ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার  

অস্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া ও ফিলিপাইন। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অপর তিন দেশ পাকিস্তান, নেপাল ও শ্রিলংকার ওপরও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে মাসাধিক সময় আগে থেকেই রয়েছে এই নিষেধাজ্ঞা। ফলে দক্ষিণ এশিয়ার প্রধান পাঁচটি দেশের সঙ্গে ভ্রমণ বাতিল হলো অপেক্ষাকৃত নিকটতম প্রতিবেশি দক্ষিণপূর্ব এশিয়ার দুটি দেশের।

মূলত ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্টটি থেকে নিজ দেশকে রক্ষা করতেই ফিলিপিন্স ও মালয়েশিয়ার এই নতুন নিষেধাজ্ঞা। ফিলিপিন্সের সঙ্গে নিষেধাজ্ঞা শুক্রবার (৭ মে) থেকে কার্যকর হবে যা ১৪ মে পর্যন্ত বলবৎ থাকবে।

ওদিকে মালয়েশিয়াও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে গত বুধবার (৫ মে)। তবে কবে থেকে এই সাময়িক নিষেধাজ্ঞা শুরু এবং কত দিন পর্যন্ত তা জাননো হয়নি।