অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ টিকার দ্বিতীয় ডোজ নেবেন রাষ্ট্রপ্রতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১১ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার  

১০ মার্চ রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ করোনার প্রথম ডোজ গ্রহণ করেন।

১০ মার্চ রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ করোনার প্রথম ডোজ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’ এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।

এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রতি ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯-এর প্রথম ডোজের টিকা নেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের এক নার্সকে দিয়ে দেশে করোনা টিকা উদ্বোধন করা হয়। গণভবন থেকে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকাদান।

 আর গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। এখন পর্যন্ত ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন করোনাভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন।