অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৫ মে ২০২১ বুধবার  

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা। বুধবার (৫ মে) সে সিরিজে বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা৷ ১৮ তারিখ পর্যন্ত থাকবে কোয়ারেন্টাইনে। সবার করোনা নেগেটিভ হলে ১৯-২০ মে প্রস্তুতি সারবে সফরকারীরা৷ আর ২১ মে হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। 

সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৩ মে। পরের দুটি ম্যাচে ২৬ ও ২৮ নে হবে একই ভেন্যুতে। শেষ ম্যাচের পরদিনই ঢাকা ছাড়বে লঙ্কানরা৷ 

সিরিজ উপলক্ষে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ব্যাতিত সবাই অনুশীলনও শুরু করেছেন। বাকিরা ট্রেনিং শুরু করবেন ৭ মে থেকে। 


শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ সদস্যদের প্রাথমিক দল

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।