অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্পের নতুন ‘যোগাযোগ মাধ্যম’ উদ্বোধন

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:১১ এএম, ৫ মে ২০২১ বুধবার   আপডেট: ১১:১৩ এএম, ৫ মে ২০২১ বুধবার

ডোনাল্ডজেট্রাম্প ডট কম নামের নতুন এক ‘যোগাযোগমাধ্যম’ উদ্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে বলা হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডেস্ক থেকে কন্টেন্ট পাবলিশ করা হবে। বুধবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।  

জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় টু্ইটার, ফেসবুক ও ইউটিউব থেকে নিষিদ্ধ করা হয় ট্রাম্পকে। ট্রাম্পকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার (৬ মে) বৈঠকে বসার কথা ফেসবুকের। তার আগেই নিজের নতুন ওয়েবসাইট সামনে নিয়ে আসলেন ট্রাম্প। 

ট্রাম্পের নতুন ওয়েবসাইট থেকে কন্টেন্ট শেয়ার করা যাবে ফেসবুক ও টুইটারে। ইতোমধ্যে সেখানের কয়েকটি পোস্টে গত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করা হয়। 

মার্চে ট্রাম্পের আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম আনার ঘোষণা দেন তার পরামর্শক জ্যাসন মিলার। তবে নতুন ওয়েবসাইটটি তেমনটা নয় বলে টুইটারে জানান মিলার। এই ওয়েবসাইট প্রসঙ্গে বিস্তারিত তথ্য পরে জানানোর বিষয়টিও লেখেন তিনি। 

ফেসুবক যদি তার পেইজ ফিরিয়ে দেয় তবে তা কার্যকর হতে সাতদিন সময় লাগবে। এবং বিশ্বের জন্য হুমকি এমন আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তার অ্যাকাউন্ট বন্ধের কথা জানায় ইউটিউব। 

টুইটারে বন্ধ হয়ে যাওয়া ট্রাম্পের অ্যাকাউন্টে ফলোয়ার ছিল ৮৮ মিলিয়ন। তার আইডি ফিরিয়ে দেয়া না হলেও ট্রাম্পের ওয়েবসাইট থেকে তথ্য শেয়ার করা যাবে বলে জানিয়েছে টু্ইটার।