অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ শপথ নেবেন মমতা ব্যানার্জি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩ এএম, ৫ মে ২০২১ বুধবার  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে তাকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

আগের দুবার বিশাল আয়োজনে শপথগ্রহণ অনুষ্ঠান হলেও করোনার কারণে এবার হচ্ছে একদমই ছোট পরিসরে। রাজভবনের হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ আরও কয়েকজন।

তার আগে সোমবার (৩ মে) রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন মমতা ব্যানার্জী। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি শক্ত প্রতিদ্বন্দ্বীতার কথা বললেও আগের চেয়ে বেশি (২১৫) আসন নিয়ে ক্ষমতায় এসেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী বিধায়কদের মনিয়ে করিয়ে দেন তাদের দায়িত্বের কথা এবং প্রাথমিক লক্ষ্য রাজ্যে করোনা নিয়ন্ত্রণ বলে জানান। 

ঘটনাচক্রে, ২০১১ সালের মতোই এবারও মুখ্যমন্ত্রী বিধায়ক না হয়েই শপথ নিচ্ছেন মমতা ব্যানার্জি।। সেবার ভবানীপুরেরে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল তাকে। এবারও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারার পর মুখ্যমন্ত্রী হচ্ছেন। এখন উপনির্বাচনে জিতেই তাকে পদটি পাকাপোক্ত করতে হবে।